কি সেবা কিভাবে পাবেনঃ
আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তরের তালিকাভুক্ত পল্লী সমাজ সেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য “ক” ও “খ” শ্রেণি ভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার বার্ষিক মথাপিছু পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত,সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য “গ” শ্রেণিভুক্ত ব্যক্তি যার শাথা পিছু বার্ষিখ গড় আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে । বয়স্ক ভাতার ক্ষেত্রে ৬৫ বছর বা তদোর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ,বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতার ক্ষেত্রে ,বিধবা /তালক প্রাপ্ত/স্বামী পরিত্যক্তা অসহায় দুঃস্থ মহিল। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ৬ বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি, যিনি বয়স্ক ভাতা /বিধবা ভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না,যিনি চাকুরী জিবি কিংবা পেনশন ভোগী নন,প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ২৪ হাজার টাকার কম।প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তির সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্টানে অধ্যয়নরত ৫বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী,যাদের বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নীচে । মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকায় অন্তর্ভূক্ত,সশস্ত্র বাহিনীর বিভাগএবং বাংলাদেশ রাইফেল্স হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা ।এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম এসিডদগ্ধ ও শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিখ গঢ় আয় ২০ হাজার টাকার নিচে । স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্টান,ক্লাব,সংস্থা ইত্যাদি কে (নিবন্ধনকৃত)সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদান প্রদান করা হয় । বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান,দরিদ্র /ক্ষতি গ্রস্থ ব্যক্তি নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে এককালীণ অনুদান প্রদান করা হয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS